লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ যেদিন শেষ টি-২০ খেলবে, সেদিন তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় লিটন বাহিনীর শেষ ম্যাচ ১৬ জুলাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আগার নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তিন সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির। ইনজুরির জন্য নেই দুই পেসার হারিস রউফ ও মোহাম্মদ নাসিম এবং স্পিন অলরাউন্ডার শাদাব খান। সিরিজের ম্যাচ তিনটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। ফ্লাড লাইটের আলোয় ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। গত মে মাসে পাকিস্তান সফরে তিনটি টি-২০ ম্যাচ খেলেছিল টাইগাররা। সিরিজটিতে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিলেন লিটনরা। আসন্ন সিরিজের আগে দুই দেশ সব মিলিয়ে ২২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের তিন জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ১৯টি।
পাকিস্তান টি-২০ স্কোয়াড : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।