শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া করেন টাইগাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে আজ শুরু হচ্ছে টি-২০ সিরিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তাকে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দলের ব্যাটন তুলে দিয়েছে বিসিবি। নতুন দায়িত্ব পেয়ে দুটি টি-২০ সিরিজও খেলেছেন লিটন। হেরেছেন। আরব আমিরাত ও পাকিস্তানের কাছে দুটি সিরিজই হেরেছেন টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে নতুন সিরিজ আজ খেলতে নামছে লিটন বাহিনী। দেশটির বিপক্ষে এর মধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে। টি-২০ সিরিজে নামার আগে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে প্রতিটি ম্যাচে। প্রথম টেস্টে তিনটি সেঞ্চুরি ছাড়া আর কোনো ব্যক্তিগত বড় ইনিংস নেই। ওয়ানডেতেও একই চিত্র। ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে। টি-২০ একেবারেই ভিন্ন ফরম্যাটের খেলা। এ ফরম্যাটে ম্যাচ জিততে ২-৩ জন ক্রিকেটারকে পারফরম্যান্স করতে হয়, বলেন টাইগার অধিনায়ক লিটন। তিনি বলেন, ‘টি-২০ একেবারেই ভিন্ন ফরম্যাটের খেলা। এ ধরনের ফরম্যাটে সাফল্য পেতে ২-৩ জনকে পারফরম্যান্স করতে হয়। আমরা জানি, টি-২০ ফরম্যাটে খেলার ধরন কেমন হয়।’
ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে ২ বছর পর দলে ফিরেছেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টিম ম্যানেজমেন্ট চাইছেন সাইফুদ্দিনকে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করতে, ‘অনেক দিন ধরেই টিম ম্যানেজমেন্ট চাইছে একজন অলরাউন্ডার খেলাতে। তানজিম সাকিবকে চেষ্টা করা হচ্ছে। সে বেশ কয়েকটি ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছেন। সাইফুদ্দিন অনেক দিন ধরে টি-২০ ফরম্যাটে খেলেন। সে ব্যাটিং ও বোলিং ভালো করেন। তার কাছে টিম ম্যানেজমেন্ট এমনটাই চাইছে।’ পাল্লেকেলেতে দুই দিন আগে ওয়ানডে খেলেছে। ব্যাটিং ব্যর্থতায় হেরে যায়। সেই পরিচিত পাল্লেকেলেই আজ প্রথম টি-২০ ম্যাচ খেলবে। এমন উইকেটে একাদশ কেমন হবে জানতে চাইলে টাইগার অধিনায়ক বলেন, ‘শেষ ওয়ানডেতে দেখেছি, উইকেট ভালো। এখানে পেসার, স্পিনার সবাই ভালো করেছেন। আগামীকাল (আজ) মাঠে যেয়ে উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’
টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। টি-২০ সিরিজে স্বপ্ন দেখছে ভালো কিছুর। যদিও প্রতিপক্ষ শ্রীলঙ্কা সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ নিজের মাটিতে। এটা জেনেই টাইগার অধিনায়ক বলেন, ‘শ্রীলঙ্কার মাটিতে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। তারা ভালো খেলেছে। টি-২০ ফরম্যাটে কী করতে হবে সেটা আমরা জানি। তবে আমার মতে, শ্রীলঙ্কার বোলিংটা আমাদের চেয়ে একটু বেটার। কারণ তাদের বোলারদের বৈচিত্র্য বেশি।’ বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৭টায় খেলা শুরু হবে। কিছুদিন আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মিডিয়াতে মোসাদ্দেক হোসেন সৈকতের জাতীয় দলে খেলা নিয়ে একটা মন্তব্য করেছিলেন। তিনি গতকাল সে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।