পারল না বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনালে দুই গোলে এগিয়ে থেকেও হার মানল জাপানের কাছে। ৬-৪ গোলে জিতে ফাইনালে চলে গেল জাপান। বাংলাদেশ এখন তৃতীয় স্থানের জন্য লড়বে। চীনের দাইঝুতে অনুষ্ঠিত গতকাল সেমিফাইনাল লড়াইয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ১২ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায়। দুই মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বীন ইসলাম প্রথম গোল করেন। ১০ মিনিট পর ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল হোসেন। এরপরই জাপান পরাজয় ঠেকাতে জ্বলে ওঠে। ১৮ মিনিটে গোল করে ব্যবধান কমান ইয়ামা ফুজওয়া। ৩০ মিনিটে ম্যাচ দাঁড়ায় ২-২। জাপানের সমতাসূচক গোলটি করেন হিড়কিট্রডা। ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশও আক্রমণ বাড়িয়ে দেয়। ৩০ মিনিটে অধিনায়ক আবদুল্লার গোলে ৩-২ গোলে লিড নেয় বাংলাদেশ। ৪৬ মিনিটে ইয়ামা ফুজওয়া গোলে জাপান শিবিরে স্বস্তি এলেও এক মিনিট পরই অমিত হাসান পুনরায় এগিয়ে রাখেন বাংলাদেশকে। ৫১ মিনিটে জাপানের সাময়িকি ৪-৪ করেন। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে শেষের দিকে জাপানের ঝুঁকি ও ইয়ামা ফুজওয়া দুই গোল করলে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। ৪-৬ গোলে হেরে মাঠ ছাড়ে।