চিন্তিত
টি-২০ বিশ্বকাপ চলাকালেই ঢাকায় বসবে এশিয়ান গেমসে বাছাই পর্ব হকির আসর। ছোট হলেও অনেক দিন পর ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে এতে ফেডারেশন কর্মকর্তাদের খুশি হওয়ার কথা। কিন্তু অনেকের নাকি দুশ্চিন্তার শেষ নেই। কারণ একটাই মিডিয়া কভারেজ। কেননা বিশ্বকাপ চলাকালে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াতে ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলার গুরুত্ব থাকবে না। এটা ঠিক অন্য সময় হলে হকির বাছাইপর্বের নিউজ গুরুত্বসহকারে ছাপা হতো। বাস্তবতা হচ্ছে এবারতো পত্রিকার পাতায় হকির ঠাঁই হবে কিন্তু খুব ছোট করে। ফেডারেশনের সাধারণ সম্পাদক অবশ্য আশা করছেন আর কিছু না হোক বাংলাদেশের খেলা গুরুত্ব পাবে ঠিকই।
দর্শকের ভূমিকায়
এশিয়া কাপ শেষ। আর ক'দিন পরই বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে। বাংলাদেশে আয়োজিত যেকোনো আসরের চেয়ে এ বিশ্বকাপে নজর কাড়া নিরাপত্তা দেওয়া হবে। বিভিন্ন ভেন্যুতে নিরাপত্তারক্ষীরা কিভাবে দায়িত্ব পালন করবেন তার মহড়া অনেক আগেই শেষ হয়ে গেছে। বাংলাদেশে এ পর্যন্ত আন্তর্জাতিক খেলাধুলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও সরকার বেশ সতর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনকালে বিশ্বকাপে পর্যাপ্ত নিরাপত্তার কথা তুলে ধরেছেন। এতেই বোঝা যায় শান্তিরক্ষায় নিরাপত্তা কেমন হতে পারে। জানা গেছে মাঠ, হোটেল ও শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সাদা পোশাকেও নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করবেন। বিশেষ করে গ্যালারিতে কেউ যেন বুঝতে না পারে সে জন্যে দর্শকের ভূমিকায় দায়িত্ব পালন করবেন নিরাপত্তারক্ষীরা।
মিনি রাগবি
হেলথ ফাস্ট মিনি রাগবি প্রতিযোগিতায় রহমতুল্লাহ মডেল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ১৯-১৬ পয়েন্টে সেন্টগ্রেসরি উচ্চবিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময় ম্যাচ ৭-৭ পয়েন্টে ড্র ছিল। এদিকে করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল ১৭-০ পয়েন্টে আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. মামুন।
সেমিতে আর্সেনাল
এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। গানাররা গত শনিবার ৪-১ গোলে এভারটনকে হারিয়েছে কোয়ার্টার ফাইনালে। দলের পক্ষে দুটি গোল করেছেন গিরদ। এছাড়া একটি করে গোল করেছেন আরতেতা ও অজিল।
এদিকে জার্মান বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখের জয়যাত্রা অব্যাহত রয়েছে। গত শনিবার বায়ার্ন মিউনিখ ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে উলফসবার্গকে।