ফিফা ব্যালন ডি'অরে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে পরাজিত হয়েছেন লিওনেল মেসি। এই খবর অনেক পুরনো। বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর আরও একবার রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার কাছে পরাজিত হয়েছেন। আয়ের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো পিছনে ফেলেছেন লিওনেল মেসিকে। ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট গোল ডট কমের প্রকাশিত তথ্যমতে ২০১৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর ১৪৮ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা), লিওনেল মেসির ১৪৬ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা), স্যামুয়েল ইতো আছেন তৃতীয় স্থানে ৮৫ মিলিয়ন ইউরো, চার নম্বরে ওয়েইন রুনি ৮৪ মিলিয়ন ইউরো আয় করেছেন। পঞ্চম স্থানে কাকা ৮২ মিলিয়ন ইউরো আয় করেছেন ২০১৩ সালে। এই তালিকায় আগের বছর শীর্ষে ছিলেন ডেভিড বেকহ্যাম।
ক্রিস্টিয়ানো রোনালদো গত সেপ্টেম্বরে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন। এর ফলেই তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে। রিয়াল মাদ্রিদে তিনি বছরে আয় করেন ১৭ মিলিয়ন ইউরো। এছাড়াও তার ইমেজের কারণে বড় রকমের বোনাস পান তিনি রিয়ালে। রোনালদোর সঙ্গে নাইকের চুক্তি হয়েছে ২০১০ সালে। এই চুক্তি মতে বছরে ৬ মিলিয়ন ইউরো পান তিনি নাইকের কাছ থেকে। এছাড়াও আরমানি, ক্যাস্ট্রোল এজ, জ্যাকব এন্ড কোম্পানি, হারবেলিফ, ব্যাঙ্কো এসপিরিটো সান্তো এবং কেএফসিও স্পন্সর করছে রোনালদোকে। আরও বেশ কিছু সংস্থার সঙ্গে রোনালদোর চুক্তি রয়েছে। লিওনেল মেসি বার্সেলোনায় ১৫ মিলিয়ন ইউরো পান বছরে। ২০১২ সালের ডিসেম্বরে এক চুক্তির ফলে মেসি এই অর্থ পান বার্সেলোনায়। এছাড়া এডিডাস, এনবিএ, টার্কিশ এয়ারলাইন, ইএ স্পোর্টস, স্যামসাং গ্যালাক্সি সঙ্গে চুক্তি রয়েছে মেসির।