জকোভিচের জয়
ইন্ডিয়ানা ওয়েলসের বিএনপি প্যারিবাস ওপেনের দ্বিতীয় রাউন্ড পাড়ি দিয়েছেন নোভাক জকোভিচ। তিনি ৭-৬ (৭/১), ৬-২ গেমে রুমানিয়ার ভিক্টরকে হারিয়েছেন। মেয়েদের এককে জয় পেয়েছেন ক্যারোলিন উজনিয়াকি এবং অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা। এছাড়া দ্বিতীয় রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন জেলেনা জাঙ্কোভিচ, সিমোনা হ্যালেপ এবং ফ্রান্সের অ্যালাইজ কর্নেটও।
ছিটকে পড়ল ম্যানসিটি
এফএ কাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো ম্যানচেষ্টার সিটি। রবিবার ইত্তিহাদ স্টেডিয়ামে উইগান অ্যাথলেটিকের কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানসিটি। সামির নাসরি দলের পক্ষে একটি গোল করলেও জয় নিশ্চিত করতে পারেননি। উইগানের পক্ষে গোল করেছেন গোমেজ ও পার্চ। সেমিফাইনালে উইগানের সঙ্গী হয়েছে হাল সিটি ও শেফিল্ড ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে হাল সিটি। এছাড়া শেফিল্ড ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে চার্লটন অ্যাথলেটিক।