প্রায় ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লাহোরে অনুষ্ঠিত এশিয়া কাপের সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে টাইগাররা জয় পেয়েছিল ৯৬ রানে। টি-২০ বিশ্বকাপ শুরুর আগে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন মুশফিকরা সেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিকরা। দ্বিতীয়টি ১৪ মার্চ আয়ারল্যান্ডের সঙ্গে।
দীর্ঘদিন হয়ে গেল জয়হীন বাংলাদেশের। গত নভেম্বরে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে জিতেছিল টাইগাররা। এরপর সাতটা ম্যাচ খেলেও জয়ের সন্ধান পায়নি মুশফিকবাহিনী। টি-২০তে সর্বশেষ জয় গত বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর তিনটি ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেননি মুশফিকরা। দীর্ঘদিনের এই জয় খরা ঘুচানোর উপযুক্ত সুযোগই সামনে। প্রস্তুতি ম্যাচ হলেও এর গুরুত্ব অনেক। কিছুদিন আগেই অধিনায়ক মুশফিক বলেছিলেন, আমাদের কেবল একটা জয় প্রয়োজন নিজেদেরকে ফিরে পাওয়ার জন্য। গতকাল মাশরাফি জানিয়েছেন, বাংলাদেশ দল এখন প্রস্তুত। চূড়ান্ত চ্যালেঞ্জে নামার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে মুশফিকবাহিনী। তবে সবচেয়ে বড় বিষয় হলো, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা চমৎকার জয়ের মাধ্যমে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারে টাইগাররা। এটা হতে পারে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ!
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটে বড় কোনো শক্তি নয়। নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ অর্জন ১৯৯৬ বিশ্বকাপে নেদারল্যান্ডকে হারিয়েছিল তারা। একমাত্র বিশ্বকাপও ছিল ওটাই। এবারের টি-২০ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাত প্রথম রাউন্ডে বি গ্রুপে জিম্বাবুয়ে, নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।