এশিয়া কাপের শিরোপা জিততে না পারলেও দুই দুটি বিধ্বংসী ইনিংস খেলে শহিদ আফ্রিদি পাকিস্তানকে টেনে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। তাই এবার টি-২০ বিশ্বকাপের প্রধান আকর্ষণ পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। তবে শুরুতেই দলের সঙ্গে আসতে পারছেন না বুমবুম। কেননা এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের দিন কুচকিতে আঘাত পেয়েছেন। সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। সে কারণেই দলের সঙ্গে পরে যোগ দিবেন আফ্রিদি।
বৃহস্পতিবার রাতে টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু সেদিন আসতে পারবেন না শহিদ আফ্রিদি। তাছাড়া বুমবুম বাংলাদেশ থেকে যাওয়ার পর অনুশীলন করেননি ফিজিওর পরামর্শে। তাই প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে তাকে। এশিয়া কাপ নিয়ে আফ্রিদির হতাশা থাকলেও টি-২০ বিশ্বকাপে ভালো খেলার কথা বলেছেন তিনি। দেশে ফিরে আফ্রিদি বলেছিলেন, 'সব বিভাগেই আমাদের উন্নতি করা প্রয়োজন তাতে কোনো সন্দেহ নেই । তাই আমাদের টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের ভালো সম্ভাবনা রয়েছে।'