সমতা নয়। ভারতের কাছে টি-২০ সিরিজ হেরেই গেল বাংলাদেশের মেয়েরা। কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজেই দ্বিতীয় ম্যাচে ভারত ৮ উইকেটে জিতে যায়। প্রথমে ব্যাট করতে নেমে সালমারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৫ রান সংগ্রহ করে। ফারজানা হক ১৮, নুসরাত ১১, লতা মণ্ডল ১১ ও আয়শার ১০ ছাড়া কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। নাইডু ৯ ও গোস্বামী ১৫ রানে ২টি করে উইকেট পান। পরে ভারত ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে নেয়। মিত্রা ২৩, গোস্বামী ১৮, পান্ডে ১৬ রান তোলেন।