দীর্ঘ ১৭ বছর পর ফের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল আটলেটিকো মাদ্রিদ। বুধবার এসি মিলানকে ৪-১ গোলে উড়িয়ে দেয় তারা।
এদিন ডিয়েগো কোস্টার জোড়া গোল করেন আর একটি করে গোল করেন আদ্রা তুরান ও রাহুল গার্সিয়া। অপরদিকে এসি মিলানের হয়ে একমাত্র গোলটি কাকার।