আইপিএল সেভেনের (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ)দ্বিতীয় পর্ব এবার হতে যাচ্ছে বাংলাদেশে। লোকসভা ভোটের জন্য এবারকার আইপিএল আসর বসবে তিনটি ভাগে। প্রথম ভাগটা হবে সংযুক্ত আরব আমিরাতে, দ্বিতীয় ভাগ বাংলাদেশে আর শেষভাগটা ভারতে।
বোর্ড অবশ্য আইপিএলকে দেশের মাটিতে আয়োজন করার মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে অনেকটা বাধ্য হয়েই বাইরে আয়োজন করতে হচ্ছে। ২০০৯ সালে লোকসভা ভোটের জন্য আইপিএল টু- এর পুরোটাই চলে যায় দক্ষিণ আফ্রিকায়।
আইপিএল সেভেনের তিন পর্যায়-
প্রথম পর্যায়: ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, স্থান: সংযুক্ত আরব আমিরাত
দ্বিতীয় পর্যায়: ১ মে থেকে ১২ মে, স্থান: বাংলাদেশ
শেষ পর্যায়: ১৩ মে থেকে ১ জুন, স্থান: ভারত
প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়ে দিয়েছে ভোট শেষ হয়ে গেলে আইপিএল ভারতে আয়োজন করতে কোনও অসুবিধা নেই।