আইপিএল বাংলাদেশে
আইপিএল সেভেনের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) দ্বিতীয় পর্ব এবার হতে যাচ্ছে বাংলাদেশে। লোকসভা ভোটের জন্য এবারকার আইপিএল আসর বসবে তিনটি ভাগে। প্রথম ভাগটা হবে সংযুক্ত আরব আমিরাতে, দ্বিতীয় ভাগ বাংলাদেশে আর শেষভাগটা ভারতে। বোর্ড অবশ্য আইপিএলকে দেশের মাটিতে আয়োজন করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে অনেকটা বাধ্য হয়েই বাইরে আয়োজন করতে হচ্ছে। ২০০৯ সালে লোকসভা ভোটের জন্য আইপিএল টু-এর পুরোটাই চলে যায় দক্ষিণ আফ্রিকায়।
প্রথম পর্যায় : ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল, স্থান : সংযুক্ত আরব আমিরাত
দ্বিতীয় পর্যায় : ১ মে থেকে ১২ মে, স্থান : বাংলাদেশ
শেষ পর্যায় : ১৩ মে থেকে ১ জুন, স্থান : ভারত
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে ভোট শেষ হয়ে গেলে আইপিএল ভারতে আয়োজন করতে কোনো অসুবিধা নেই।
বাংলাদেশের প্রথম ম্যাচ
টি-২০ বিশ্বকাপ চলা অবস্থায় ঢাকাতে বসছে এশিয়ান গেমস বাছাই পর্ব হকি। ১৫ মার্চ আসরের পর্দা উঠলেও বাংলাদেশ মাঠে নামবে তার পরের দিন। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে হংকং। আসরে দুই গ্রুপে বিভক্ত হয়ে আটটি দল অংশ নেবে। 'এ'- গ্রুপে ওমান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা, কাতার। 'বি' -গ্রুপে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং ও ইরান। শীর্ষে থাকা ছয়টি এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। আজই বাইরে দলগুলোর ঢাকা পৌঁছানোর কথা। ২৩ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়ার্ম আপ
পেশাদার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের আগেই স্বাধীনতা কাপ টুর্নামেন্ট শুরু হবে। তাই ক্লাবগুলো স্বাধীনতা কাপকে লিগের দ্বিতীয় পর্বের ওয়ার্মআপ ম্যাচ বলেই গুরুত্ব দিতে চাচ্ছে। নতুন নতুন বিদেশি আনা হচ্ছে লিগে মাঠে নামানোর জন্য। স্বাধীনতা কাপে বুঝা যাবে এরা লিগে খেলার যোগ্যতা রাখেন কিনা।
শেষ আটে লি না
ইন্ডিয়ান ওয়েলসে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন চীনা তারকা লি না। গতকাল তিনি কানাডার আলেকজান্দ্রা উজনিয়াককে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন চতুর্থ রাউন্ডে। শেষ আটে তিনি ডমিনিকা চিবুলকভার মুখোমুখি হচ্ছেন। স্লোভাক এই তরুণী ৬-৩, ৬-২ গেমে চতুর্থ রাউন্ডে হারিয়েছেন পেত্রা কেভিতোভাকে।