জুনিয়র অ্যাথলেটিকস
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল থেকে শুরু হয়েছে ৩০তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা। প্রথম দিনেই তিনটি ইভেন্টে লড়াই হয়েছে। বালকদের হাইজাম্পে ১.৭২ মিটার উচ্চতা অতিক্রম করে প্রথম হয়েছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আশরাফুল হক। খুলনার ইবাদ আলী হয়েছে দ্বিতীয়। তৃতীয় হয়েছে শরীয়তপুরের হাবিবুর রহমান। বালিকাদের শর্টপুটে প্রথম হয়েছে বিকেএসপির তাহমিনা আক্তার। একই প্রতিষ্ঠানের লাবণী আক্তার দ্বিতীয়। তৃতীয় হয়েছে নোয়াখালীর জোবায়দা নুন। কিশোরীদের জ্যাবলিন থ্রো-তে প্রথম হয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সুলতানা রাজিয়া। দ্বিতীয় হয়েছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কিমি কর্মকার। তৃতীয় হয়েছে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার তৃষ্ণা খাতুন।
এসব কেবলই মিথ্যা!
লিওনেল মেসি অফ ফর্মে। ইনজুরিতে। বার্সেলোনা আছে অর্থ সংকটে। এক মেসিকে বিক্রি করলেই বার্সেলোনার অর্থ সংকটের সব সমাধান হতে পারে। তা ছাড়া মেসিকে রাখলে নতুন করে চুক্তি করে অর্থের পরিমাণও বাড়াতে হবে অনেকটা। সব মিলিয়ে হিসাব করে স্প্যানিশ মিডিয়া খবর রটিয়ে দিল, বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। ভক্তরা চমকে উঠেছিল এই সংবাদে। তবে লিওনেল মেসি আশ্বস্ত করলেন সবাইকে। বার্সেলোনা ছাড়ার প্রশ্নই ওঠে না। মিডিয়ার এটা অপপ্রচার। পুরোটাই মিথ্যে খবর। 'বেশ কয়েকদিন ধরেই মিডিয়ায় অনেক ধরনের খবর বের হচ্ছে। এ সবই মিথ্যে। আমি ভালোই আছি।' চারবার ফিফার বর্ষসেরা তারকা এভাবেই রিপোর্টারদের কাছে নিজের কথা বললেন। এর অর্থ, বার্সেলোনা নতুন করে চুক্তি করতে কিছুটা বিলম্ব করলেও মেসির কিছু আসে যায় না। তিনি বার্সেলোনাতেই থাকছেন।
ক্ষুব্ধ আলভেস
বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস ভক্তদের উপর ক্ষুব্ধ। সাম্প্রতিক ফর্মের কারণে বার্সেলোনার প্রতি অনেক ভক্তই ক্ষিপ্ত। আলভেসের মতে, ভক্তদের এই ক্ষুব্ধ হওয়ার ঘটনাটাই তাকে ব্যথিত করছে। গত সাত/আট বছরে বার্সেলোনা ভক্তদের কি উপহার দেয়নি। লা লিগা, কোপা দেল রে কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এমনকি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও দুইবার জয় করেছে কাতালানরা। এতকিছুর পরও ভক্তরা ক্লাবের পাশে থাকবে না দুঃসময়ে! আলভেস বলছেন, 'মানুষ কিভাবে আমাদের অর্জনগুলো ভুলে গেল! ভাল কথা। আমি এই নিয়ে ভাবছি না। এ কারণেই আমি এখানে থাকব কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।' সেই সঙ্গে তিনি হুমকীর স্বরে বলেছেন, 'যদি সমর্থকরা আমাদের প্রাপ্য সম্মান না দেয়, তবে আমি অন্য কোন স্থান খুঁজে নেবো।' কিছুদিন আগে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন আলভেজ। তার দিকে মাঠে কলা ছুঁড়ে দেওয়া হয়েছিল। তবে সেই কলা মাঠেই খেয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন আলভেস। যে সমর্থক তার দিকে কলা নিক্ষেপ করেছিল তার চাকরী চলে গেছে। তবে আলভেস সেই ভক্তের চাকরী ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষের কাছে।
ছিটকে পড়লেন সেরেনা
প্রথম রাউন্ডেই বাঁ পায়ের ঊরুতে ব্যথা পেয়েছিলেন সেরেনা উইলিয়ামস। তারপরও ওই ব্যথা নিয়েই খেলেছেন মাদ্রিদ ওপেনে। কাল কোয়ার্টার ফাইনালে খেলার কথা ছিল পেত্রা কেভিতোভার বিপক্ষে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকার মাঠে নামা হয়নি। ঊরুর ইনজুরিতে মাদ্রিদ ওপেনের দুবারের চ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনাকে সরে দাঁড়াতে হয়েছে। সরে দাঁড়ানোয় ব্যাখ্যায় সেরেনা বলেন, 'আমার বাঁ ঊরুর চোটের জন্য মাদ্রিদ ওপেন থেকে আমাকে সরে দাঁড়াতে হলো।' ফ্রেঞ্চ ওপেনের ফিট হয়ে খেলার জন্যই হয়তো তিনি সরে দাঁড়িয়েছেন। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরু হতে এখন দুই সপ্তাহ বাকি। সেরেনার সরে দাঁড়ানোর দিনে মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডের বেড়া ডিঙ্গাতে পারেননি ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। মারে বিদায় নিলেও কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল। উইম্বলডন চ্যাম্পিয়ন মারে ৬-৩ ও ৬-২ গেমে হেরেছেন সান্তিয়াগো জিরালদোর কাছে। নাদাল ৬-১ ও ৬-৪ গেমে হারিয়েছেন জার্কো নিয়েমিনেনকে।
টেস্ট অধিনায়ক রামদিন
ড্যারেন স্যামিকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিনকে। তবে টি-২০ দলের নেতৃত্বে থাকবেন স্যামিই। ওয়ানডের নেতৃত্বে রয়েছে অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এখন ওয়েস্ট ইন্ডিজের তিন ফরম্যাটের ক্রিকেটে তিন অধিনায়ক।
২০১০ সালে টেস্ট দলের নেতৃত্ব পান স্যামি। তার অধীনে দলে শৃঙ্খলা ও একতা ফিরে এসেছে ঠিকই কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিবীয় দলটি রয়েছে ৮ নম্বরে। তাছাড়া টেস্টে ভালো পারফর্ম করতে পারছেন স্যামি। এক কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়।
এর আগে স্যামির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন রামদিন।