দারুণ ফর্মে রয়েছেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা ৷ টেনিস কোর্টে ঝড় তুলছেন ৷ শুক্রবার বিশ্বের দু’নম্বর চীনের লি না-কে হারিয়ে মাদ্রিদ ওপেনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে নাম লেখালেন শারাপোভা ৷
প্রথম সেট হেরেও দুরন্ত প্রত্যাবর্তন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা টেনিস তারকার ৷ এদিন কোয়ার্টার ফাইনালে লি না-কে ২-৬, ৭-৬, ৬-৩ তে হারান শারাপোভা ৷ প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে ৩-৪ পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ান তিনি ৷ টাই-ব্রেকে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরার পর তৃতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি শারাপোভা ৷ শেষ চারের লড়াইয়ে চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শারাপোভা শনিবার কোর্টে নামবেন কোয়ালিফারায় ক্যারোলিন গার্সিয়ার বিরুদ্ধে ৷- ওয়েবসাইট।