ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একের পর এক জয় তুলে নিচ্ছে বলিউড তারকা প্রীতি জিনতার দল কিংস ইলাভেন পাঞ্জাব। হয় ম্যাক্সওয়েল না হয় মিলার- কেউ না কেউ গ্যালারিতে প্রীতি জিনতাকে নাচিয়ে ছাড়ছেন।
শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলরকে ৩২ রানে হারিয়েছে প্রীতির দল। এদিন প্রীতির মুখে হাসি ফোটান দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ম্যাক্সওয়েল ১১ বলে ২৫ রান তুলে দিলেও ফিনিশিং করতে পারেনি। সেই কাজটি করেছেন মিলার। ২৯ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬৬ রানের এক ইনিংস খেলেন বাহাতি এই ব্যাটসম্যান। আর তাতে নিজেরা নাচবেন কী, গ্যালারিতে প্রীতির নাচ দেখেই হতবাক স্টেডিয়াম ভর্তি দর্শক।
শুক্রবারের ম্যাচ নিয়ে আইপিএল- এ এটি তাদের অষ্টম ম্যাচের সপ্তম জয়। মিলারের ব্যাটে চড়ে ৮ উইকেট হারিয়ে পাঞ্জাব ১৯৮ রান জমা করে। জবাবে ১৬৬ রানে গুটিয়ে যায় ব্যাঙ্গলের ইনিংস। এছাড়া শুরুতেই ৩০ রান করে ম্যাচকে এগিয়ে দেন শেবাগ।
ফর্মে ফিরতে পারেননি ক্রিস গেইল। ৪ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক বিরাট কোহলী রানের খাতাই খুলতে পারেননি। ব্যাট হাতে লড়াই করেন এ বি ভিলিয়ার্স। ৫৩ রান করেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান।
পাঞ্জাবের হয়ে সন্দীপ শর্মা ৩টি, শিবাম শর্মা ও বালাজি ২টি এবং জনসন ও আসকর পাটেল ১টি করে উইকেট নেন।