গোল্ডেন ফুট পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সি আর সেভেন ছাড়া প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে অনেকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্যাঙ্ক রিবেরি, আন্দ্রে পিরলো ও ইয়াইয়া তোরে।
আগামী ১৩ অক্টোবর মোনাকোয় এই পুরস্কার প্রদান করা হবে। এর আগে এই সম্মান পেয়েছেন যথাক্রমে রবার্তো বাজ্জিও, পাভেন নেদভেদ, শেভচেঙ্কো, রোনালদো, আলেসান্দ্রো দেল পিয়েরো, রবার্তো কার্লোস, রোনালদিনহো, ফ্রান্সিসকো টোট্টি, রায়ান গিগস, জ্লাতান ইব্রাহিমোভিচ ও দিদিয়ের দ্রগবা।
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে গোল্ডেন ফুট পুরস্কার দেওয়া হচ্ছে।