বিসিএল ফাইনালের প্রথম দিনটি ছিল বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন বিসিবি উত্তরাঞ্চলের এই বাঁ হাতি স্পিনার। তাইজুলের মতো উজ্জ্বল না হলেও কাল দ্বিতীয় দিনটি নিজের করে নিয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পেসার আল-আমিন ও বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক নাসির হোসেন। রান ক্ষরায় ভুগতে থাকা নাসির বহুদিন পর দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির। বিসিএলে প্রথমবারের মতো খেলতে নেমেই আল-আমিন প্রতিপক্ষকে বেঁধে ফেলেছেন ২৩৫ রানে। তার নিয়ন্ত্রিত বোলিংয়েই ৩৬ রানের লিড নিয়েছে দক্ষিণাঞ্চল। আজ ম্যাচের তৃতীয় দিন।
আগের দিন ৮৬ রানে ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল। তার বাঁ হাতের ঘূর্ণিতে সুবিধাজনক অবস্থানে থাকার পরও ২৭১ রানে গুঁড়িয়ে গিয়েছিল দক্ষিণাঞ্চল। জবাবে বিনা উইকেটে ১৫ রান তুলে দিন পার করেছিল উত্তরাঞ্চল। কাল খেলতে নেমে দুই অপরাজিত ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও মাইশুকুর রহমান আগের দিনের সঙ্গে আরও ২৩ রান যোগ করে বিচ্ছিন্ন হন। জুনায়েদ ২৩ রানে সাজঘরে ফেরার পর মাইশুকুর ফিরেন ব্যক্তিগত ৪২ রানে। ফরহাদ হোসেনও করেন ৩২ রান। তবে সবাইকে পিছনে ফেলেছেন নাসির। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ নাসির কাল খেলেছেন ৭০ রানের প্রত্যয়ী ইনিংস। ১১৩ বলের ইনিংসটি খেলে উচ্ছ্বসিত নাসির, 'রান করতে পেরে ভালোই লাগছে। আমি রান করার জন্য চেষ্টা করছি সব সময়ই। ফিরে আসার জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সেটা ঘরোয়া ক্রিকেট হউক, কিংবা বিসিএল হউক।' অধিনায়ক হিসেবে হাফসেঞ্চুরি করলেও দল পিছিয়ে আছে ৩৬ রানে। এই পিছিয়ে থাকায় দল ব্যাকফুটে রয়েছে বলেই মনে করেন, 'আমরা খুব বেশি না হলেও ব্যাকফুটে রয়েছি। আমি মনে করি ম্যাচের রেজাল্ট হবে। ম্যাচে ফিরতে হলে কাল (আজ) যত দ্রুত সম্ভব তাদেরকে (দক্ষিণাঞ্চল) অলআউট করতে হবে।' বিসিএল ফাইনালটাতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি হিসেবেই নিয়েছেন নাসির, 'ওয়েস্ট ইন্ডিজে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে অনেক সময় ব্যাটিং করতে চাই। তার আগেই বিসিএলে রান করতে চাই।'
নাসিরের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচে টিকে রয়েছে উত্তরাঞ্চল। তবে দক্ষিণাঞ্চলকে ম্যাচে টিকিয়ে রেখেছেন জাতীয় দলের পেসার আল-আমিন। কাল তিনি ১৭ ওভার স্পেলে ৩৫ রানের খরচে নিয়েছেন ৪ উইকেট। আল-আমিনকে সহায়তা করেছেন দুই অফ স্পিনার সোহাগ গাজী ও শুভাগত হোম এবং বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। তিন স্পিনারই উইকেট নিয়েছেন ২টি করে।
বিসিএলের ফাইনাল শেষে সপ্তাহ খানেকের বিরতির পর শুরু হবে জাতীয় দলের অনুশীলন। আগামী মাসে তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় আসছে ভারত। এরপর বাংলাদেশ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য বাংলাদেশ 'এ' দল দুটি চারদিনের ম্যাচ, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস, ২৭১/১০, ৮৩ ওভার ( ইমরুল কায়েস ৩৬, এনামুল হক বিজয় ৯, সৌম্য সরকার ৭০, মো. মিথুন ২৫, শুভাগত হোম ৬০, তাইবুর পারভেজ ৩৯, জিয়াউর রহমান ২১*। তাইজুল ইসলাম ৮/৮৬, সাঞ্জামুল ইসলাম ২/৪৬)।
বিসিবি উত্তরাঞ্চল: প্রথম ইনিংস, ২৩৫/১০, ৯৭.৫ ওভার (জুনায়েদ সিদ্দিকী ২৫, মাইশুকুর রহমান ৪২, ফরহাদ হোসেন ৩২, নাসির হোসেন ৭০, তাইজুল হোসেন ২৯*। আল-আমিন ৪/৩৫, সোহাগ গাজী ২/৬৮, আব্দুর রাজ্জাক রাজ ২/৬৭, শুভাগত হোম ২/২১)।