জুনিয়র অ্যাথলেটিক্সে চমক দেখালেন নাটরের ছেলে আবদুল্লাহ হাসান। কিশোর ১০০ মিটার প্রিন্টে মাত্র ১১.১০ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন তিনি। কিশোরী ১০০ মিটার স্প্রিন্টে ১২.৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হওয়ার গৌবর অর্জন করেন বিকেএসপির তামান্না।
নাটোরের গুরুদাসপুরের ছেলে আবদুল্লাহ হাসান। কৃষক পরিবারে জন্ম তার। অভাবের সংসারে বড় হয়েছেন। এক জোড়া সু কেনারও টাকা নেই। তাই জাম্পিংয়ে খেলা আরেক অ্যাথলেট আবুল কাশেমের সু নিয়েই ১০০ মিটার স্প্রিন্টে দৌড়েছেন আবদুল্লাহ। আর ট্র্যাকে নেমেই বাজিমাত। কাল দ্রুততম মানব হওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আবদুল্লাহ বলেন, 'খুবই ভালো লাগছে। প্রথম হব এটা ভাবতেই পারিনি। আমি বাড়িতে কাঁচা সড়কে দৌড়াচ্ছি। বড় ভাই মিজানুর রহমানই আমার গুরু। যখন আমি ট্র্যাকে দৌড়াই তখন ভুলে যাই কে আমার পাশে রয়েছে, কে কতটা ভালো দৌড়ায়? আমার একটাই লক্ষ্য থাকে আমি সবার আগে যাব। তবে আমি প্রথম থেকেই খুবই আত্মবিশ্বাসী ছিলাম। সে কারণেই দ্রুততম কিশোর হতে পেরেছি।'
বিকেএসপির তামান্না তিনজন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন। তবে প্রতিযোগী কতজন সেটা বিবেচ্য নয়। তামান্না সময় নিয়েছেন মাত্র ১২.৯৪ সেকেন্ড। দারুণ টাইমিং। জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটারসহ তিনটি স্বর্ণ জিতেছেন তিনি। আগের দিন ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বিকেএসপির তামান্না আক্তার। কাল সকালে ৪০০ মিটার স্প্রিন্টে জিতেছেন স্বর্ণ। আর বিকালে জিতলেন ১০০ মিটারে। তবে প্রতিযোগী মাত্র তিনজন হওয়ায় কিছুটা হতাশ বিকেএসপিতে এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী তামান্না, 'প্রতিদ্বন্দ্বী বেশি হলে নিজের সেরাটা বুঝতে পারতাম। কিন্তু মাত্র তিনজন হওয়ায় আমি খুব হতাশ হয়েছি। তবে আমার টাইমিং দেখে আমি সন্তুষ্ট।'
এদিকে কিশোর ১০০ মিটার প্রিন্টে ১১.২০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন কিশোরগঞ্জের উজ্জ্বল চন্দ্র। তৃতীয় হয়েছেন বিকেএসপির সাইফুল ইসমাইল। তিনি সময় নিয়েছেন ১১.২২ সেকেন্ড। কিশোরী ১০০ মিটার প্রিন্টে নড়াইলের বন্যা খাতুন ১৪.২০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। তৃতীয় হয়েছেন একই জেলার রিম্পা খাতুন। সময় নিয়েছেন ১৪.৪০।