জাতীয় দলে খেলেছেন এমন ৯ ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী বাংলাদেশ 'এ' গঠন করেছে বিসিবি। দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে নাসির হোসেনের হাতে। দুটি চারদিনের, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে আগামী ২২ মে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে 'এ' দল। ১৫ সদস্যের দলের কোচ কোরে রিচার্ডসন, সহকারী কোচ মিজানুর রহমান বাবুল এবং সহ অধিনায়ক নাঈম ইসলাম। সফরে 'এ' দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার। ২৬-২৯ মে প্রথম ম্যাচ উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব মাঠে, ২-৫ জুন কেনসিংটন ওভালে দ্বিতীয় চারদিনের ম্যাচ। ৮ জুন প্রথম ওয়ানডে কেনসিংটন ওভালে, ১০ জুন উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব এবং ১২ জুন তৃতীয় ওয়ানডে চার্লটন ক্রিকেট গ্রাউন্ডে। ১৪ জুন প্রথম টি-২০ কেনসিংটন ওভালে। পরের দিন ১৫ জুন থ্রি ডবি্লউ ওভারে দ্বিতীয় টি-২০ ম্যাচ। সিরিজ শেষে নাসিরবাহিনী দেশে রওনা দিবে ১৬ জুন।
বাংলাদেশ 'এ' দল: নাসির হোসেন (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, মুমিনুল হক সৌরভ, মার্শাল আইয়ুব, আবদুল মজিদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, সোহাগ গাজী, মুক্তার আলী, মোহাম্মদ ইলিয়াস, রবিউল ইসলাম, শুভাশিষ রায় ও তাইজুল ইসলাম।