এজবাস্টনের বার্মিংহামে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে শেষ ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়েছে লংকানরা।
প্রথমে টস জিতে ব্যাটিং নেয় ইংলিশরা। অল-আউট হওয়ার আগে তারা ২১৯ রান করে। ইংলিশদের দেয়া ২২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার উইকেট খুঁইয়ে দশ বল হাতে থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ইংল্যান্ড। ওপেনিংয়ে নামা ইয়ান বেল ও অ্যালিস্টার কুক ৭৬ রানের জুটি গড়েন। কুক আউট হওয়ার আগে করেন ৩৭ রান আর বেল করেন ৫৬ রান।
এছাড়া ক্রিস জর্ডান করেন ৩০ রান এবং জস বাটলার করেন ২১ রান। দলের হয়ে আর কেউ তেমন ভাবে ক্রিজে দাঁড়াতে না পারলে ৪৮.১ ওভারে ২১৯ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস। লংকানদের হয়ে তিন উইকেট নেন লাসিথ মালিঙ্গা। এছাড়া দুটি উইকেট পান অজন্তা মেন্ডিস।
২২০ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৫৫ রানের মাথায় দিলশানকে ফেরান ট্রেডওয়েল। দিলশান ২৩ বলে ৫টি চারের সাহায্যে করেন ২৮ রান। দলীয় ৬২ রানেই শ্রীলঙ্কা তিন উইকেট হারিয়ে ফেলে। কিছুটা চাপে পড়লেও জয়াবর্ধনে ও থিরিমান্নে ৯৮ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন।
জয়াবর্ধনে ৫৩ রান করে সাজঘরে ফিরলেও থিরিমান্নে অপরাজিত থাকেন ৬০ রানে। লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন হার না মানা ৪২ রান। দশ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌছে যায়।
ম্যাচ সেরা হয়েছেন থিরিমান্নে এবং সিরিজ সেরা হয়েছেন মালিঙ্গা।
স্কোর:
ইংল্যান্ড: ২১৯/১০ (৪৮.১ ওভার)
শ্রীলঙ্কা: ২২২/৪ (৪৮.২ ওভার)
ফল: শ্রীলঙ্কা জয়ী ৬ উইকেটে