সরাসরি সেটে জিতে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। অন্যদিকে, কষ্টের জয়ে হলেও শেষ চারে উঠেছেন্ মারিয়া শারাপোভা।
মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে দ্বিতীয় বাছাই সার্বিয়ার জোকোভিচ ৭-৫, ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই কানাডার মিলোচ রায়োনিচকে। ম্যাচটি ২ ঘণ্টা ২২ মিনিট স্থায়ী হয়।
জোকোভিচ জিতলেও হেরে গেছেন চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ। ষষ্ঠ বাছাই বের্দিচকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে শেষ চারে উঠেছেন লাটভিয়ার এরনেস্তস গুলবিস। আগের রাউন্ডে গুলবিসের কাছে হেরেই বিদায়ে নিয়েছেন রজার ফেদেরার।
স্পেনের গার্বিনে মুগুরুজার বিপক্ষে প্রথম সেট হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিলেন রুশ তারকা শারাপোভা। তবে ২ ঘণ্টা ছয় মিনিট দীর্ঘ ম্যাচের পরের দুই সেট জিতে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখেন তিনি।মহিলা এককের শেষ চারে আরো উঠেছেন কানাডার ইউজেনি বুচার্ড।