শেষ মুহূর্ত পর্যন্ত রাদামেল ফ্যালকাওয়ের জন্য অপেক্ষা করেছেন কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান। দুর্ভাগ্য কলম্বিয়ানদের। ফ্যালকাও নিজেকে ফিট প্রমাণ করতে পারেননি। যে কলম্বিয়াকে ব্রাজিল বিশ্বকাপের সি গ্রুপে ফেবারিট বলে ধরা হয়েছিল, ফ্যালকাওয়ের অনুপস্থিতি তাকে ঠেলে দিল অনেকটাই নিচের দিকে। সোমবার গভীর রাতে বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত দলে ফ্যালকাও ছাড়া বাকি প্রায় সবাই আছেন।
মেসি-রোনালদোর ছায়া থেকে বেরিয়ে বর্তমান ফুটবলে যে কজন তারকা নিজেদেরকে পরিচিত করিয়েছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম রাদামেল ফ্যালকাও। সেই ফ্যালকাও নেই দলে। আইভরি কোস্ট, জাপান এবং গ্রিস প্রতিপক্ষ হিসেবে খুশি হতে পারে এই খবরে!
গোলরক্ষক : ফারিদ মনড্রাগন, ডেভিড অসপিনা ও কামিলো ভারগাস। ডিফেন্ডার : মারিও ইয়েপেস, হুয়ান কামিলো জুনিগা, পাবলো আরমেরো, ক্রিস্টিয়ান জাপাতা, কার্লোস ভালদেস, সান্তিয়াগো আরিয়াস ও এডার আলভারেজ বালান্তা। মিডফিল্ডার : অ্যাবেল আগুইলার, ফ্রেডি গুরিয়ান, কার্লোস সানচেজ, আলডো লিয়াও রামিরেজ, হুয়াও গুইলারমো কুয়াদ্রাদো, জেমস রদ্রিগেজ, আলেক্সন্ডার মেজিয়া, ভিক্টর ইবারবোও হুয়ান ফার্নান্দো কুইনটেরো। ফরোয়ার্ড : তিওফিলো গুটিরেজ, জ্যাকসন মার্টিনেজ, আদ্রিয়ান রামোস ও কার্লোস বাচ্চা।