টাইব্রেকারে পেনাল্টি শুট-আউটে অনেকেরই ভাগ্য পুড়েছে। এমনকি ফাইনাল ম্যাচও পেনাল্টি শুট-আউট থেকে রক্ষা পায়নি। ১৯৯৪ এবং ২০০৬ বিশ্বকাপে ইতালি এবং ফ্রান্স টাইব্রেকারের ফাঁদে পড়ে শিরোপা বঞ্চিত হয়েছিল। বিশ্বকাপ কিংবা ইউরো চ্যাম্পিয়নশিপ, দুই আসরেই ইংল্যান্ডের ভাগ্য বেশ কয়েকবারই পুড়েছে টাইব্রেকারের পেনাল্টি শুট-আউটে। ১৯৯০, ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপ এবং ১৯৯৬, ২০০৪ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে হেরেই বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। ইংলিশ অধিনায়ক স্টিভেন জেরার্ড টাইব্রেকার নিয়ে সতর্কই আছেন। 'পেনাল্টি শুট-আউটে চাপ থাকে অনেক।
লিগে এমন চাপ থাকে না।' তবে সতর্ক থেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে চান স্টিভেন জেরার্ড।