পিছিয়ে থাকবে কেন আর্জেন্টিনা? তারাও প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বুধবার ব্রাজিল ৪-০ গোলে হারিয়েছে পানামাকে। ত্রিনিদাদ এন্ড টোবাগোকে হারিয়েছে ৩-০ গোলে। তবে দারুণ খেলেও এমন জয়ে গোল পাননি তারকা খেলোয়াড় লিওনেল মেসি।
বৃহস্পতিবার ভোরের ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে নেন রদ্রিগো প্যালাসিও। দ্বিতীয়ার্ধে মেসির নেওয়া অসাধারণ এক কর্নার কিক বারে লেগে ফিরে আসে। কিন্তু ফিরতি বলে পা লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মাসচেরানো। আর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ম্যাক্সি রদ্রিগেজ।