বাজছে বিশ্বকাপ ফুটবলের দামামা। ক্রীড়ামোদীরা এখন মেসি-রোনালদো-নেইমারকে নিয়ে ব্যস্ত। ফুটবল জোয়ারের মধ্যেও ঘরের মাঠে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের আমেজকে 'কুইজ' অনুষ্ঠানের মাধ্যমে ধরে রেখেছিল বাংলাদেশ প্রতিদিন। গতকাল পত্রিকাটির কনফারেন্স রুমে সেই কুইজ অনুষ্ঠানের জাঁকজমক ড্র অনুষ্ঠিত হলো।
'ওয়ালটন-বাংলাদেশ প্রতিদিন টি-২০ বিশ্বকাপ কুইজ' এর প্রথম পর্বে প্রথম পুরস্কার পেয়েছেন বরিশালের তামান্না। দ্বিতীয় পর্বে প্রথম পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের মহিউদ্দীন। দুপর্ব মিলে মোট ২২টি পুরস্কার রয়েছে। লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচিত করা হয়েছে।
কুইজের ড্র অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, 'বাংলাদেশ প্রতিদিন-ওয়ালটনের মধ্যে সেতুবন্ধন সে প্রথম থেকেই। সব সময় আমরা তাদেরকে (ওয়ালটন) পাশে পেয়েছি। টি-২০ বিশ্বকাপ কুইজে ওয়ালটন যেমন আমাদের পাশে থেকেছে, আশা করি ভবিষ্যতেও থাকবে।'
কুইজ বিজয়ী এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, 'আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। পাঠকদের অকৃত্রিম ভালোবাসার জন্যই জাতীয় সংসদে তিন তিনবার শীর্ষ পত্রিকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ প্রতিদিনকে। আপনাদের জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বঞ্চিতদের কথা, সাফল্যের কথা তুলে ধরি। ভবিষ্যতেও আমরা সম্ভাবনার বাংলাদেশকে তুলে ধরে দেশে উন্নয়নে অংশীদার হতে চাই।' বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, ' আগে গ্রামে দেখা যেত, ধান কাটার পর সেই জমিতে ফুটবল খেলা হচ্ছে, কিন্তু এখন সেখানে ক্রিকেট খেলা হয়। এখান থেকেই বোঝা যায়, ক্রিকেটের জনপ্রিয়তা কতটা বেড়ে গেছে। বাংলাদেশ প্রতিদিন সব সময় ক্রিকেটের সঙ্গেই আছে।' তিনি বলেন, 'বাংলাদেশ প্রতিদিন গণ মানুষের কাগজ। ক্রিকেট দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন সেই ধারাকে অব্যাহত রাখছে ক্ষুরধার লেখনি ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে।'
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান নিজেকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের একজন সদস্য দাবি করে বলেন, 'প্রতিদিন এদেশে কতই না নতুন নতুন ঘটনা ঘটছে। তার কিছু ঘটনা জানা যায়, কিছু পর্দার আড়ালেই থেকে যায়। কিন্তু বাংলাদেশ প্রতিদিন তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পর্দার আড়ালের সেই ঘটনাগুলো বের করে আনে। এজন্যই বাংলাদেশ প্রতিদিনকে সবাই ভালোবাসে এবং পড়ে।'
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, 'বাংলাদেশ প্রতিদিন সুন্দরভাবে খেলাধুলার সংবাদ পরিবেশন করে। এক্ষেত্রে তারা অদ্বিতীয়।
ওয়ালটনের জনসংযোগ ও মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বলেন, 'বাংলাদেশ প্রতিদিন যেমন দেশের শীর্ষ পত্রিকা তেমনি ওয়ালটন দেশের শীর্ষ প্রতিষ্ঠান। আর দুই শীর্ষ প্রতিষ্ঠান যখন এক সঙ্গে কাজ করে তার ফল যে খুবই ভালো হয়, তা তো বলার অপেক্ষা রাখে না। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ প্রতিদিন আমাদেরকে পাশে রাখবে।'
জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন বলেন, 'দুই প্রতিষ্ঠানই নিজেদের অবস্থানে শীর্ষে। আশা করি, ভবিষ্যতেও দুই শীর্ষ প্রতিষ্ঠান এক সঙ্গে কাজ করবে। এতে দেশ এগিয়ে যাবে।'
কালকের কুইজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার তুষার ইমরান, লাঙ্ সুন্দরী টয়া, তারকা মডেল অন্তু করিম, ওয়ালটনের সেলস্ ও মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক মো. সেরাজুল ইসলাম।
এছাড়া বাংলাদেশ প্রতিদিনের মার্কেটিং উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম, উপ-সম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক মাশুক চৌধুরী, সহকারী সম্পাদক কালাম আজাদ, বার্তা সম্পাদক কামাল মাহমুদ ও লুৎফর রহমান হিমেল, প্রধান প্রতিবেদক শিমুল মাহমুদ, হেড অব মার্কেটিং মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
পুরস্কার জিতলেন যারা
পর্ব-১
প্রথম পুরস্কার : ওয়ালটন এলইডি টেলিভিশন (৩র্২র্ ) ১টি
নাম : তামান্না, কাসমাবাদ, গৌরনদী, বরিশাল।
২য় পুরস্কার : ওয়ালটন রেফ্রিজারেটর ১টি
নাম : জাকিয়া বেগম, শুভপুর,
২৫০ কুমিল্লা সিটি করপোরেশন।
৩য় পুরস্কার :ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ১টি
নাম : ইশতিয়াক ২০৬, তেজগাঁও, ঢাকা।
৪র্থ পুরস্কার :ওয়ালটন ৩ েস্মার্ট ফোন ৩টি
নাম : পলাশ, মেহেদী মার্ট, বসুন্ধরা, আ/এ, ঢাকা।
নাম : মাহমুদা, জিরানি বাজার, সাভার।
নাম : এনাম উল্লাহ, ৩৬/২ দ. কমলাপুর, ঢাকা।
৫ম পুরস্কার :ওয়ালটন রাইস কুকার ৫টি
নাম : মো. ফজলুর রহমান, মোহাম্মাদপুর, ঢাকা।
নাম : পিন্টু, বাগেরহাট, খুলনা ।
নাম : হাবিবা আফরোজ, মতিঝিল, ঢাকা ।
নাম : রিয়াদ উদ্দিন, ৩১, কাঁঠালবাগিচা,
চাঁপাইনবাবগঞ্জ।
নাম : ইমরান হোসেন, পশ্চিম আগারগাঁও, ঢাকা।
পর্ব-২
প্রথম পুরস্কার :ওয়ালটন মোটরসাইকেল (ঋঁংরড়হ-১১০পপ) ১টি
নাম : মহি উদ্দিন, ৮৪, এস এস কে
রোড চট্টগ্রাম।
২য় পুরস্কার :ওয়ালটন রেফ্রিজারেটর ১টি
নাম : জাহানারা বিউটি, ১১/ই, ৭/৯ পল্লবী ঢাকা।
৩য় পুরস্কার : ওয়ালটন রঙিন টেলিভিশন (২র্১র্ ) ১টি
নাম : সাওয়াল, সুলমাইদ, ঢাকা।
৪র্থ পুরস্কার :ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ১টি
নাম : জাহাঙ্গীর, ডিওএইচ এস, বারিধারা, ঢাকা।
৫ম পুরস্কার :ওয়ালটন রাইস কুকার ৭টি
নাম : সাবিকুন নাহার তাবসুম ঋদি, পূর্ব বাটারা,
বাড্ডা, গুলশান, ঢাকা।
নাম : মনিরুজ্জামান, সাভার, ঢাকা ।
নাম : আয়েশা, ১৬২৭ পাটের বাগ ধনিয়া, ঢাকা।
নাম : ইকবাল আহমেদ, উত্তরা, ঢাকা ।
নাম : সাদিয়া, পাগলা, নারায়ণগঞ্জ।
নাম : আজাদ হোসেন, অলংকার মোড়,
পাহাড়তলী, চট্টগ্রাম।
নাম : সুরভী, রৌমারী, কুড়িগ্রাম।