বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে উন্মাদনার শেষ নেই। দুই হট ফেবারিট দল ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা উড়তে শুরু করেছে দেশব্যাপী। জার্সি কেনার হিড়িকও পড়ে গেছে সমর্থকদের মধ্যে। এবার বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থনের আহ্বান জানিয়ে ঢাকায় ব্রাজিল সমর্থক গোষ্ঠী এক র্যালি বের করবে। গোষ্ঠীর সমন্বয়কারী সাবি্বর আহমেদ রুবেল বলেন, র্যালিটি বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বের হয়ে ঢাকা শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে।