রুবেল হোসেন কারাগারে রয়েছেন দুই দিন ধরে। নারী নির্যাতন মামলায় জামিন না দিয়ে বৃহস্পতিবার রুবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান সস্ত্রীক কারাগারে রুবেলের সঙ্গে দেখা করেন। সেখানে রুবেলের সঙ্গে আধা ঘণ্টা সময় কাটান। তখন তার সঙ্গে ছিলেন রুবেলের বাবা ও মা।
১৩ ডিসেম্বর রুবেলের বিপক্ষে নারী নির্যাতনের মামলা করেন মডেল ও নায়িকা নাজনীন আক্তার হ্যাপী। সেই মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন রুবেল। জামিন নেওয়ার পর রুবেলকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে নেয় ক্রিকেট বোর্ড। কিন্তু জামিনের সময় শেষ হওয়ার আগে ডান হাতি পেসারকে জেলখানায় প্রেরণ করেন আদালত। এতে বিশ্বকাপ খেলা সংশয়াচ্ছন্ন হয়ে পড়ল রুবেলের। তার জায়গায় অন্য আরেকজনকে নেওয়ার ইঙ্গিতও দিয়েছে বিসিবি। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, 'যদি ২৪ জানুয়ারি দলের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে না পারেন রুবেল, তাহলে বিকল্প কিছু ভাবতে হবে আমাদের।' এ ভাবনায় সবার আগে রয়েছে শফিউল ইসলাম সুহাশের নাম। অবশ্য স্ট্যান্ড বাই তালিকায় রয়েছে শফিউলের নাম। জাতীয় দলের অনুশীলন শুরু কাল।
রুবেলের সঙ্গে দেখা করার বিষয়ে আকরাম বলেন, 'আমি ও আমার স্ত্রী বেলা ১১টায় কারাগারে রুবেলকে দেখতে যাই। আমি যাওয়ার আগে রুবেলের বাবা ও মাও গিয়েছিলেন কারাগারে।' তিনি বলেন, 'আমি আগের দিন চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য। কিন্তু পারিনি। রুবেলের সঙ্গে দেখা করতে বিসিবির প্রতিনিধি হয়ে যাইনি আমি। আমি গিয়েছি ব্যক্তিগত সম্পর্কের জন্য। তামিম ইকবালের কারণে অনেক আগে থেকে রুবেলের সঙ্গে আমার সম্পর্ক। সে জন্যই আমি গিয়েছি তাকে দেখতে। আমি তার মুক্তির জন্য চেষ্টা করব। রুবেলের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তার মধ্যে কিছুটা ভয় কাজ করছে বলে আমি মনে করি। এমন ঘটনায় ভয় পাওয়াই স্বাভাবিক।' আজ জামিন নেওয়ার জন্য কোর্টে ওঠার কথা রুবেলের। আজকের পরই হয়তো তার বিশ্বকাপ খেলার বিষয়টি পরিষ্কার হবে।