এএফসি এশিয়ান কাপে জয় দিয়েই শুরু করল দক্ষিণ কোরিয়া। গতকাল কোরিয়ানরা ১-০ গোলে হারিয়েছে ওমানকে। এ জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া। গতকাল এশিয়ার বিশ্বকাপে জয় পেয়েছে উজবেকিস্তান এবং চীন। সৌদি আরবকে ১-০ গোলে হারিয়েছে চীন। এশিয়ান কাপে দুবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি চীনারা। তবে এবারের আসরে তারা নিজেদের শক্তিশালী হিসেবেই তুলে ধরেছে। গতকাল এশিয়ান কাপে জয় পেয়েছে উজবেকিস্তানও। উজবেকরা ১-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়াকে। এশিয়ান ফুটবলের নতুন পরাশক্তি উজবেকিস্তান। অন্তত গত বিশ্বকাপ বাছাই পর্বে তারা নিজেদের শক্তি প্রদর্শন করেছে ভালোভাবেই। দেখা যাক, প্রথমবারের মতো এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারে কিনা উজবেকরা! এদিকে আজ এশিয়ান কাপে মাঠে নামবে ইরান। ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহনকারীদের প্রতিপক্ষ আজ বাহরাইন। সি গ্রুপে অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার।