মান বাড়ান
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেছেন। আগামীকাল তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপের লোগো উন্মোচন করার কথা। সেই অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে প্রধান অতিথি করতেই সালাউদ্দিন অনুরোধ রাখতে সচিবালয়ে যান। এতে অর্থমন্ত্রী রাজিও হয়ে যান। এছাড়া প্রতি বছর ৩৯ কোটি টাকার ফান্ড চেয়ে বাফুফে সভাপতি এক বাজেটও পেশ করেন। অর্থমন্ত্রী তাকে আশ্বাসও দেন ফুটবল উন্নয়নে তার ফান্ড দিতে আপত্তি নেই। তবে ফুটবলের মান নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, মান এতটা নিচে নেমে গেছে যে দর্শক এখন আর মাঠে আসতে চায় না। এ অবস্থা পরিবর্তনের জন্য নতুন নতুন পরিকল্পনা নেওয়ার আহ্বানও জানান। সালাউদ্দিন তাকে জানান, পর্যাপ্ত ফান্ড পেলে অল্পদিনের মধ্যে ফুটবলে উন্নয়ন সম্ভব।
জনপ্রিয়তা
মানুষের ভাগ্য কখনো কি বলা মুশকিল। সেদিনও নাটোরে তাইজুল ইসলামকে কেউ চিনত না। গ্রামের তার পরিচয় ছিল দরিদ্র ঘরের ছেলে বলে। সেই তাইজুলই এখন নাটোরে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন। এটাই প্রথম বিদেশ ট্যুর তাও আবার বিশ্বকাপে। তাইজুল এখন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত। নাটোরে নেই তারপরও তার বাসা দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন।
ফুটেজ নেই
১৭ জানুয়ারি থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে ওয়ার্ল্ড হকি লিগের পরবর্তী রাউন্ড। বাংলাদেশের গ্রুপে খেলবে জাপান, পোল্যান্ড ও মেক্সিকাে। জাপানের সঙ্গে বাংলাদেশ অনেক ম্যাচ খেলেছে। তাই তাদের শক্তি সম্পর্কে ভালো ধারণা আছে কৃষ্ণ-জিমিদের। কিন্তু পোল্যান্ড ও মেক্সিকাে সম্পর্কে কোনো ধারণা নেই। তাই দুই দলের খেলার ফুটেজ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিলেন খেলোয়াড়রা। কিন্তু ফুটেজের সন্ধানই পাননি তারা।
শুধু ঢাকাতেই
পৃথিবীর অন্য দেশে একাধিক শহরে অ্যাথলেটিঙ্ ট্র্যাক রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকেই ব্যতিক্রম বলা যায়। রাজধানী বঙ্গবন্ধু স্টেডিয়াম, আর্মি স্টেডিয়াম ও বিকেএসপি ছাড়া কোনো জেলায় ট্র্যাকই নেই। অনেক ক্রীড়াপ্রতিমন্ত্রীই ঘোষণা দিয়েছিলেন অ্যাথলেটিক্স মান উন্নয়নে প্রত্যেক বিভাগীয় স্টেডিয়ামে ট্র্যাক নির্মাণ করা। ব্যস্ বলা পর্যন্ত, এবারে নাকি ক্রীড়া মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে জেলায় জেলায় অ্যাথলেটিক্স ট্রাক নির্মাণ করা। এ নিয়ে হকি ফেডারেশনের এক কর্মকর্তা হেসে বলেছেন, যেখানে ভাতই জুটে না সেখানে আবার পোলাও খাওয়ার শখ।