এশিয়ার বিশ্বকাপ 'এশিয়ান কাপ' ফুটবলের সেরা ৮ চূড়ান্ত হয়েছে। ১৬ দল থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা নেওয়া দলগুলো হচ্ছে- 'এ' গ্রুপ থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া এবং 'বি' গ্রুপ থেকে চীন নিশ্চিত করেছে নক আউট পর্ব। দ্বিতীয় দল হিসেবে উঠার লড়াইয়ে রয়েছে সৌদি আরব ও উজবেকিস্তান। 'সি' গ্রুপ থেকে উঠার লড়াইয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইরান এবং 'ডি' গ্রুপ থেকে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান ও ইরাক রয়েছে এগিয়ে।
কাল গ্রুপ পর্বের খেলায় চীন ২-১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। খেলায় অবশ্য এগিয়ে গিয়েছিল উজবেকরা। ২২ মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন ওদিল আহমেদভ। ৫৫ মিনিটে সমতা আনেন চীনের ইউ ঝি। ৬৮ মিনিটে দলের জয় নিশ্চিত করেন সুন কে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ থেকে নক আউট পর্বে জায়গা করে নেয় চীন। দিনের অন্য খেলায় সৌদি আরব ৪-১ গোলে হারিয়েছে উত্তর কোরিয়াকে। খেলায় সৌদি আরবের পক্ষে গোলগুলো করেন নাইফ হাজারি, আল সালাহউয়াই(২), নাওয়াফ আলাবিদ এবং উত্তর কোরিয়ার পক্ষে রি ইয়ং ঝক।