আরও দুটি ক্রীড়া প্রতিষ্ঠান
ক্রীড়াঙ্গনের জনপ্রিয়তায় সন্তুষ্ট সরকার। সন্তুষ্ট হয়ে চট্টগ্রামের রামু ও রাজশাহীর পবায় আরও দুটি ক্রীড়া প্রতিষ্ঠান তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ৭৯ কোটি টাকার এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেকের বৈঠকে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ২০১৭ সালের জুন মাসের মধ্যে ক্রীড়া প্রতিষ্ঠান দুটি তৈরি হবে। প্রকল্পের উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, 'ক্রীড়া প্রতিষ্ঠানের মাধ্যমে একদিকে ছেলে-মেয়েরা লেখাপড়া করে সুশিক্ষিত হবে। অন্যদিকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হবে।'
সাকিবের পর সালমা
ক্রিকেটে তিন ধরনের ফরম্যাট চালু হয়েছে বেশ কয়েক বছর হলো। চালুর পর এই প্রথম কোনো ক্রিকেটার তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডারের শীর্ষস্থান দখল করে নিয়েছে। সোমবার সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার হয়েছেন। এর আগে টেস্ট ও টি-২০ ক্রিকেটেরও সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব বেশ কয়েকদিন আগে। এখন তিনি তিন ফরম্যাটেরই সেরা অলরাউন্ডার। যা ক্রিকেট বিশ্বে বিরল রেকর্ড। সাকিবের মতো না হলেও মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন টি-২০ ক্রিকেটের সেরা অলরাউন্ডার হয়েছেন। দুজনকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
ফাইনাল
২৯ জানুয়ারি বঙ্গবন্ধু কাপের পর্দা উঠছে। অথচ ঢাকা শহরের অবস্থা দেখলে বুঝারই উপায় নেই যে দেশে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আগে ঢাকা শহরে মনোরম সাজসজ্জা করা হতো। গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হতো। পোস্টারে ভরে যেত পুরো শহর। এবার কিছুই চোখে পড়ছে না। বাফুফে অবশ্য আশা করছে এবারের বঙ্গবন্ধু কাপ সবচেয়ে বেশি জমজমাট হবে। কারণ হিসেবে এক কর্মকর্তা জানালেন আগের দুটি আসরে ফাইনাল খেলতে পারেনি। এবার বাংলাদেশের টার্গেট ফাইনাল। সেভাবেই গ্রুপিং তৈরি হচ্ছে। সেমিফাইনালে যেতে পারলে ফাইনালও আশা করা যায়। গ্যালারি ভরা দর্শক সেমিতে বাংলাদেশকে সমর্থন দেবে। এই সমর্থনই সেমিফাইনালে প্রতিপক্ষ দল হিমশিম খেয়ে যাবে। বাংলাদেশ ফাইনালে গেলে বঙ্গবন্ধু কাপের উত্তেজনাও তুঙ্গে উঠবে।
যত ভয়
১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। গত বিশ্বকাপ নিজেদের দেশে খেললেও বাংলাদেশের ফলাফল সুখকর ছিল না। এবারের টার্গেট কোয়ার্টার ফাইনাল। মুখে এ টার্গেটের কথা বললেও উদ্বোধনী ম্যাচ নিয়ে টাইগারদের ভিতরে ভয় কাজ করছে। কেননা প্রতিপক্ষ দল হিসেবে মাঠে নামবে আফগানিস্তান। অপেক্ষাকৃত দুর্বল হলেও এই দলের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল। বিশ্বকাপেও না একই পরিণতি হয় সেই ভয়টা নাকি কাজ করছে সবার ভিতর।