এশিয়ান কাপে ইরাকের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া জর্ডান ফুটবল দলের স্ট্রাইকার হায়েলকে ডোপ টেস্ট করাতে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাগণ ম্যাচ শেষে জর্ডান দলের ডোপ টেস্ট করাতে গেলে এমনটি ঘটে।
ডোপ টেস্ট করার জন্য ৩০ বছর বয়সী হায়েলকে একটি ঠাণ্ডা রুমে নিয়ে যান মাদক নিয়ন্ত্রণ কর্তারা। এ সময় অতিমাত্রার ঠাণ্ডা সহ্য করতে না পেরে হায়েল সেখানেই বমি করে দেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হোটেল রুমে ফিরিয়ে নেয়া হয়।
জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, হায়েল বেশ দুর্বল হয়ে পড়েছেন। তিনি হাইপোথারমিয়ায় ভুগছেন। ডোপ টেস্ট করানোর জন্য তাকে প্রচুর পানি করানো হয়। আর এতে হায়েল অসুস্থ হয়ে পড়েন। এশিয়ান কাপের পরের ম্যাচে তাকে খেলানো সম্ভব নয়।
অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন হায়েলকে ম্যাচের পরপরই ডোপ টেস্টের জন্য ডেকে নিয়ে যায়। একজন ফুটবলার ৯০ মিনিট মাঠে খেলার পর প্রচুর পানি পান করলে অসুস্থ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। হোটেলে ফেরার পথে তিনি গাড়িতেই অজ্ঞান হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৫/ রশিদা