সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে ২০১২ সালে অবসর নেওয়া ব্রেট লি এবার তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। চলতি বিগব্যাশ টুর্নামেন্টের পর তিনি অবসর নেবেন বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ফাস্ট বোলার।
২০১২ সালে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল থেকে অবসর নিলেও ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লি। এছাড়া অজি এ ফাস্ট বোলার ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট এইচআরভি কাপ আর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলেন।
ব্রেট লি বলেন, ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। ২০ বছর থেকে ক্রিকেটের সাথে ছিলাম। ক্রিকেটের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৫/ রশিদা