এ্যাপিয়া ইন্টারন্যাশনাল টেনিস প্রতিযোগিতার নারী দ্বৈতের সেমিফাইনালে উঠেছেন সানিয়া মির্জা ও স্যান্ডস জুটি। তারা হারিয়েছেন মার্টিনা হিঙ্গিস ও ফ্লাভিয়া পেন্নেটা জুটিকে।
ভারতের সানিয়া ও তার আমেরিকান পার্টনার স্যান্ডসের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারেননি হিঙ্গিস-পেন্নেটা জুটি। কোয়ার্টার ফাইনালে সানিয়া-স্যান্ডস ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছে হিঙ্গিস-পেন্নেটা জুটিকে।
এদিকে প্রতিযোগিতার পুরুষ বিভাগের (দ্বৈত) সেমিফাইনালে উঠেছে বোপানা-ড্যানিয়েল নেস্টোর জুটি। তারা ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছে সিমোন বোলেল্লি-ফ্যাবিও ফোগনিনি জুটিকে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৫/আহমেদ