বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বেতন চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। এ ছাড়া অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সোহাগ গাজীও বাদ পড়েছেন। এই দু'জনের সঙ্গে নতুন চুক্তিতে জায়গা হয়নি পেসার রবিউল ইসলাম শিপলু।
বিসিবির নতুন চুক্তিতে যোগ হচ্ছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও আরাফাত সানি। এদের মধ্যে প্রথমবারের মতো চুক্তিভুক্ত হয়েছেন আল-আমিন ও তাইজুল ইসলাম।
বৃহস্পতিবার হোটেল র্যাডিসনে বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের এ চুক্তির কথা জানান।
গত বছরই ক্রিকেটারদের বেতন বাড়িয়েছিল বিসিবি। ‘এ+’ক্যাটাগরির ক্রিকেটাররা মাসিক বেতন পাচ্ছেন ২ লাখ টাকা। বাকি চার ক্যাটাগরির মধ্যে ‘এ’-ক্যাটাগরিতে ১ লাখ ৭০ হাজার টাকা। ‘বি’ক্যাটাগরিতে ১ লাখ ২০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৯০ হাজার ও ‘ডি’ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা। এছাড়া দলের দায়িত্ব ভাতা হিসেবে অধিনায়ক পান বাড়তি ২০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক পান ১০ হাজার টাকা করে।
চুক্তিতে থাকা ১৪ ক্রিকেটার
এ+: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, মাশরাফি বিন মর্তুজা
এ : মাহমুদুল্লাহ রিয়াদ
বি: রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন
সি : এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মুমিনুল হক
ডি : তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, আরাফাত সানি
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব