ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোকে আবার মাঠে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই, কারণ নর্থ আমেরিকান সকার লিগের ‘ফোর্ট লডারডেল স্ট্রাইকারস’ দলের হয়ে খেলার ইচ্ছা ব্যক্ত করেছেন সাবেক এ ব্রাজিল স্ট্রাইকার।
সম্প্রতি আমেরিকার জাতীয় সকার লিগের দ্বিতীয় বিভাগের দল ফোর্ট লডারডেলের মালিকানার দশ ভাগ কিনে নিয়েছেন রোনালদো। দলের হয়ে লাল-গলুদ জার্সি গায়ে কয়েকটি ম্যাচে খেলার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এ ফুটবলার।
রোনালদো বলেন, ‘আমি কয়েকটি ম্যাচে খেলার চেষ্টা করবো। এজন্য আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। গত তিন বছর যাবৎ অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে প্র্যাকটিস করা হয়নি। তাই ফুটবল খেলার উপযোগী ফিটনেসের জন্য অনুশীলন করছি।’
উল্লেখ্য, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ইন্টার মিলানের মতো নামি দামি ক্লাবের হয়ে খেলা তিনবারের বর্ষসেরা রোনালদো ২০১১ সালে স্বদেশী ক্লাব করিন্থিয়ান্সের হয়ে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব