অবশেষে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ম্যাথুসরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়িয়েছে লঙ্কানরা। কাল হ্যামিল্টনের সেডন পার্কে তিলকারত্নে দিলশানের সেঞ্চুরিতে ৬ উইকেটে জিতেছে সফরকারী। এই জয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। টস জিতে ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা খারাপ হয়নি। দলীয় ৩৫ রানে ওপেনার মার্টিন গাপটিল আউট হয়ে গেলেও এক প্রান্ত আগলে রেখে ঝড়ো গতিতেই ব্যাটিং করছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দ্বিতীয় উইকেটে লাথামের সঙ্গে তার জুটিটা দীর্ঘ হয়নি। তবে টেলরের সঙ্গে তৃতীয় উইকেট জুটি আসে ৮৫ রান। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪৮ রান। পরে শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।