ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-২ গোলে ড্র করে কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম লেগে ২-০ গোলে জেতা লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠল।
বৃহস্পতিবার ম্যাচের শুরুতে রোনালদো বর্ষসেরা ফুটবলারের স্মারক হাতে দর্শকদের সামনে হাজির হন। সঙ্গে ছিলেন ফিফা ফিফপ্রোর বিশ্ব একাদশে জায়গা পাওয়া সের্হিও রামোস ও টনি ক্রুস এবং বর্ষসেরা গোলদাতার পুরস্কার হাতে হামেস রদ্রিগেস।
গ্যারেথ বেল-করিম বেনজেমারা তো ছিলেনই। এতসব তারকার ভিড়ে রিয়াল সমর্থকেরা নিশ্চয় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও শেষ আটে ওঠা হলো না বতমান চ্যাম্পিয়নদের।
প্রথম লেগে দুই গোলের ব্যবধানে হারায় কোয়ার্টার-ফাইনালে উঠতে রিয়ালের সামনে এমনিতেই ছিল কঠিন লক্ষ্য। ম্যাচের শুরুতেই ফের্নান্দো তরেস গোল করায় সেটা হয়ে যায় আরও কঠিন। তবে ম্যাচের ২০ মিনিটে দারুণ হেডে দলকে ম্যাচে ফেরান রামোস।
বিরতির পর ফের প্রথম মিনিটেই আঘাত হানে আতলেতিকো। প্রথমটির মতো এই গোলটিও করেন তোরেস। আট মিনিট পরেই অবশ্য সমতায় ফেরে রিয়াল। বাঁদিক থেকে ওয়েলসের ফরোয়ার্ড বেলের ক্রসে হেড করে গোলটি করেন রোনালদো। দুই দুইবার পিছিয়ে পড়ে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত কোনো নাটকীয় ফল আনতে পারেনি রিয়াল।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব