আসন্ন একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে ভারতীয় ক্রিকেট দল তাদের নতুন জার্সি উন্মুক্ত করেছে। গতকাল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দেশটি তার নতুন এ জার্সি উন্মুক্ত করে। নতুন জার্সির স্পন্সর হচ্ছে খেলাধূলা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। খবর ইন্ডিয়া টুডে'র
ভারতীয় দলের নতুন জার্সিকে হালকা, আরামদায়ক ও নতুনত্বে ভরপুর থেকে বর্ণনা করেন দলটির একদিনের ক্রিকেটের অধিনায়ক ধোনি।
এদিকে, আজ থেকেই শুরু হয়েছে বিশ্বকাপ সামনে রেখে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে তিনজাতির একদিনের সিরিজ। প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। শেষ খবর পর্যন্ত ইংল্যান্ড ৫ উইকেটে ৭১ রান করেছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০১৫/শরীফ