কোপা দেল রের দ্বিতীয় পর্বের ম্যাচে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস ছাড়াই এলচের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয়ই পেয়েছে বার্সেলোনা।
বৃহস্পতিবার এলচের মাঠে ২১তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন জেরেমি ম্যাথিউ। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার সার্জিও রবার্তো। আর ৪৩তম মিনিটে পেদ্রো রদ্রিগেসের সফল পেনাল্টিতে স্কোর লাইন হয়ে যায় ৩-০। আর এলচের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আদ্রিয়ানো। ম্যাচের অন্তিমলগ্নে (৯০+মিনিট) লক্ষ্যভেদে সফল হন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
নিজেদের মাঠে প্রথম পর্বে ৫-০ গোলে জিতে শেষ আটে বলতে গেলে এক পা দিয়েই রেখেছিল বার্সেলোনা। তাই নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়ে বার্সেলোনা ‘বি’ দলের ছয় জনকে দলে রাখেন কোচ লুইস এনরিকে। কোয়ার্টার-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সালোনা।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব