টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পদক ব্যালন ডি’ওর জিতেছেন তিন রাত আগে; বৃহস্পতিবার রাতে সেই পদকটা নিয়েই মাঠে প্রবেশ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইচ্ছে ছিল রিয়াল মাদ্রিদ ভক্তদের সঙ্গে এই পদক জয়ের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে তাই ব্যালন ডি’ওর মাথার ওপর উুঁচ করে ধরেছিলেন রোনালদো; প্রত্যুত্তরে স্টেডিয়াম ভর্তি দর্শক করতালিতে প্রকাশ করেছে তাদের আনন্দ। কিন্তু রোনালদো কিংবা রিয়াল ভক্তরা তখন জানতেন না যে ঘণ্টা দেড়েক পরই মাথা নিচু করে স্টেডিয়াম ছাড়তে হবে তাদের, পুড়তে হবে স্বপ্ন ভঙ্গের বেদনায়।
স্প্যানিশ কোপা দেল রে ফুটবলে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়েছে। এর আগে দ্বিতীয় পর্বের এই ম্যাচের প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল অ্যাতলেটিকো। ফলে বৃহস্পতিবার রাতে ম্যাচটি ড্র হওয়ায় আসর থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালকে, অ্যাতলেটিকো জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।
রিয়ালকে রক্ষা করতে না পারলেও ম্যাচে রোনালদো একটি গোল করেছিলেন; তবে বেশ কিছু সুযোগ নষ্টও করেছেন তিনি। ম্যাচশেষে তাই দুঃখিত রোনালদো ক্ষমা চেয়েছেন রিয়াল ভক্তদের কাছে। পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলারের খেতাব পাওয়া রোনালদো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ভক্তদের কাছে ক্ষমা চাইছি আমি। আশা করছি, সামনের ম্যাচগুলোতে ফের ছন্দে ফিরব আমরা। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথটা তো এখনো খোলাই রয়েছে। নিশ্চয় তাতে ব্যর্থ হব না আমরা। যুদ্ধে হেরে যাওয়া অবশ্যই ভাল কোনো অনুভূতি নয়; তবে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে।’
ম্যাচে নিজের ভুল-ত্রুটিগুলো নিয়ে রোনালদো বলেছেন, ‘আসলে প্রতিটি ম্যাচে শতভাগ পারফরম্যান্স করা অসম্ভব বিষয়। আর আমি তো ভিন্নগ্রহেরও কেউ নই। যাই হোক না কেন, দলের পক্ষ থেকে ভক্তদের কাছে ক্ষমা চাইছি আমি।’
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ২০১৫/শরীফ