বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম খেলেছে ১৯৯৯ সালে। ওই আসরে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। স্কটল্যান্ড ছাড়াও হারিয়েছিল পরাক্রমশালী পাকিস্তানকে। পাকিস্তানকে হারানোর নায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই সুজন এবার ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক অবশ্য এবারই প্রথম অধিনায়ক হলেন তা নয়। এর আগেও ম্যানেজার ছিলেন। ছিলেন টাইগারদের হেড কোচ জেমি সিডন্সের সহকারীও। তাই ক্রিকেটার সুজনের ম্যানেজার কিংবা কোচিংয়ের অভিজ্ঞতা কম নয়। কাল তিনি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন ম্যানেজার হিসেবে নয়, কথা বলেছেন সাবেক ক্রিকেটার ও কোচ হিসেবে। বলেছেন, ক্রিকেট মহাযজ্ঞে সাফল্য পেতে টাইগার ক্রিকেটারদের কি করতে হবে।
	ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তিনি কোচিং করিয়েছেন চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংককে। সেই দলের চার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। তাই ক্রিকেটারদের সম্পর্কে তার চেয়ে ভালো ধারণা এই মুহূর্তে অন্য কারও আছে কি না, সন্দেহ। তার এই ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডই এগিয়ে দিয়েছে ম্যানেজার হতে। সাবেক ক্রিকেটার ও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় বিশ্বকাপে সফল হতে আত্মবিশ্বাসী হতে হবে বললেন, ‘ভালো খেলার মূল কথা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলেই আপনি যে কোনো দলের বিপক্ষে ভালো খেলবেন। সাফল্য পাবেন।’ শুধু আত্মবিশ্বাস নয়, সফল হতে ব্যক্তিগতভাবে পরিকল্পনাও থাকতে হবে ক্রিকেটারদের বললেন মাহমুদ, ‘ভালো করতে অবশ্যই আলাদা আলাদা পরিকল্পনা থাকতে হবে ক্রিকেটারদের। কোচ, টিম ম্যানেজমেন্ট ভালো করার পরিকল্পনা করবেন অবশ্যই। সেটা বাস্তবায়ন করতে হবে ক্রিকেটারদের।’ ২০০৪ সালে অস্ট্রেলিয়া সফর করেছেন। সে হিসেবে অস্ট্রেলিয়ান কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা খালেদ মাহমুদের। সেই অভিজ্ঞতায় বলেন, ‘ব্যাটসম্যানদের তুলনায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটু কঠিন বোলারদের। সফল হতে গতি, বাউন্স কিংবা টার্ন দিয়ে সম্ভব নয়। নিখুঁত লেন্থে বোলিং করতে হবে। বোলারদের মনে রাখতে হবে আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনের ব্যাপক পার্থক্য রয়েছে।’ ব্যাটসম্যানদের সম্পর্কে বলেন, ‘সাফল্য পেতে অবশ্যই সাইড স্ট্রোক খেলতে হবে। আমি মনে করি আমাদের ব্যাটসম্যানরা বেশ ভালোই সাইড স্ট্রোক খেলেন।’
	বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। খেলেছেন বিশ্বকাপ। ছিলেন সহকারী কোচ। ছিলেন ম্যানেজারও। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের সব্যসাচী। এবার তার ম্যানেজারশিপে দল কতটা সফল হয়, দেখার বিষয়। তবে অতীত রেকর্ড বলে, ম্যানেজার হিসেবে তিনি বরাবরই সফল।
শিরোনাম
                        - ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল ইরান
- যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
- যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
আত্মবিশ্বাস রাখতে হবে ক্রিকেটারদের
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                    
                     
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        