ভারতে ব্যাপক আলোড়ন তুলেছে ইন্ডিয়ান ফুটবল লিগ (আইসিএল)। সেখানে বিশ্বসেরা তারকা ফুটবলাররা খেলেছেন। আইসিএল সাড়া ফেলেছে বাংলাদেশেও। ভারতের কলকাতা ভিত্তিক কোম্পানি সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ বাংলাদেশে আইসিএলের আদলে আয়োজন করতে চাইছে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। বাংলাদেশ ফ্র্যাঞ্জাইজি ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হতে রাজি হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ও আর্জেন্টাইন ফুটবল তারকা ডিয়াগো ম্যারাডোনা। বিষয়টি নিশ্চিত করেছেন সেলিব্রেটি গ্রুপের নির্বাহী পরিচালক। কবে আসবেন ম্যারাডোনা, সময় জানা যায়নি। তবে এ বছর কোনো এক সময় আসবেন, এটা প্রায় নিশ্চিত। ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য কোম্পানিটি গত ডিসেম্বরে সংক্ষিপ্ত একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বাফুফে তাৎক্ষণিকভাবে সম্মতি দিয়েছিল তখন। এ মাসে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠায় বাফুফেকে। বাফুফে সম্মতি দিয়েছে। সেলিব্রেটি কোম্পানি আইসিএলের আদলে ৮ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে। খেলাগুলো বাংলাদেশের ৮ ভেন্যুতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে করে প্রায় ৬১টি খেলা খেলতে হবে দলগুলোকে। প্রতিটি দল দেশি ও বিদেশি ফুটবলার, কোচদের নিয়ে গড়া হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        