এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন জাপান কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল। গতকাল ইরাককে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করেছে সামুরাইরা। অস্ট্রেলিয়ার ব্রিসবেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাপানের পক্ষে একমাত্র গোল করেন তারকা ফুটবলার কেইসুকে হোন্ডা। তিনি ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। অবশ্য শেষ আট নিশ্চিত করার জন্য জাপানকে অপেক্ষায় থাকতে হচ্ছে। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে হেরে গেলে বিপদেই পড়বে বর্তমান চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য অন্তত শেষ ম্যাচে ড্র করতে হবে সামুরাইদের। এদিকে ডি গ্রুপে জর্ডান কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে। গতকাল তারা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনকে। জর্ডানকে এ বিশাল জয় এনে দিয়েছেন হামজা আল দারদোর। তিনি একাই চারটা গোল করেছেন দলের পক্ষে। এ ছাড়াও এক গোল করেছেন ইউসুফ।