ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ। সাফল্য পেতে আসর শুরুর বেশ কয়েক দিন আগেই পা রাখে আয়োজক সিঙ্গাপুরে। আজ ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী জাপান। খেলা স্থানীয় সময় সকাল ৭টায়। ওয়ার্ল্ড হকি লিগের মূল পর্বে নামার আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন রাসেল মাহমুদ জিমিরা। মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের কাছে হারলেও হারায় অনূর্ধ্ব-২৩ দলকে। এ ছাড়া ইউক্রেনের কাছে হেরে যায় শেষ মুহূর্তে গোলে। এ অভিজ্ঞতা নিয়েই আজ খেলতে নামছে দল। যদিও প্রতিপক্ষ হিসেবে জাপান দুর্ধর্ষ। ইনচেন এশিয়ান গেমসে জাপানের কাছে ০-৮ গোলে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচ সামনে রেখে কাল হালকা অনুশীলন করেছেন কৃষ্ণারা। দলের ম্যানেজার কামরুল ইসলাম কিসমত সিঙ্গাপুর থেকে জানান, 'সব খেলোয়াড়ই সুস্থ আছেন। সবাই মুখিয়ে আছেন জাপানের বিপক্ষে খেলার জন্য। আশা করি ইনচেন এশিয়ান গেমসের মতো আমরা বিধ্বস্ত হব না।' ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কাল। প্রতিপক্ষ উত্তর আমেরিকার দেশ মেক্সিকাে। ২০ জানুয়ারি তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ইউরোপের পোল্যান্ড। টুর্নামেন্টের 'এ' গ্রুপের দলগুলো হলো মালয়েশিয়া, ওমান, ইউক্রেন ও স্বাগতিক সিঙ্গাপুর।