কত কিছুই না জয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একে একে ছাড়িয়ে গেছেন অনেককেই। বিশ্বকাপের সোনার ট্রফি ছাড়া বলতে গেলে সম্ভাব্য সবকিছুই জয় করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে তেমন আলো ছড়াতে না পারলেও ক্লাব ফুটবলে নিঃসন্দেহে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এ পর্তুগিজ। এবার পর্তুগালে শতাব্দীর সেরা ফুটবলারের খেতাব জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের সর্বকালের সেরা ফুটবলারের খেতাব উপহার দেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তিনি এই অর্জনে পিছনে ফেলেছেন লুইস ফিগো, ইউসেবিওর মতো বিশ্ব সেরা তারকাদের। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা (৫২ গোল) হিসেবে নাম লিখিয়েছেন বেশ কিছুদিন আগেই। ইউরো চ্যাম্পিয়নশিপে দলকে নিয়ে গেছেন সেমিফাইনাল পর্যন্ত। সবমিলিয়ে রোনালদোকেই পর্তুগিজরা সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছে।