একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে অর্থাৎ দ্রুততম সময়ে পাঁচ হাজার রানে পৌঁছার নতুন রেকর্ড গড়লেন দক্ষিণ অাফ্রিকার হাশিম আমলা। মাত্র ১০১টি ম্যাচ খেলে উক্ত রানে পৌঁছার কৃতিত্ব দেখান তিনি। গতকাল সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রান করে আমলা। এর মধ্য দিয়েই উক্ত রেকর্ডে গড়েন তিনি। এর আগে একদিনের ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ডটি ছিল যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ভিভ রিচার্ডস ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির। তারা প্রত্যেকে ১১৪টি ম্যাচ খেলে পাঁচ হাজার রান করতে সক্ষম হয়েছিলেন। খবর ইন্ডিয়া টুডে'র
গতকাল ডারবানে অনুষ্ঠিত সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত প্রথম একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে স্বাগতিকরা ৬১ রানে জয় পায়। টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেট হারিয়ে ৪৮.২ ওভারে ২৭৯ রান করতে সক্ষম হয়। জয়ের জন্য ৩২ ওভারে ২২৫ রানের লক্ষ্য বেঁধে দেওয়া হয় সফরকারীদেরকে। ১৬৪ রান সংগ্রহ করতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি ২০১৫/শরীফ