পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাঈদ আজমল ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ কঠিন হবে।
পাকিস্তান স্কোয়াড আজমল ছাড়া অপরিপূর্ণ বলেও উল্লেখ করেন ১৯৯২’র পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মুশতাক আহমেদ।
তিনি বলেন, ‘পাকিস্তান দল আজমলের সঙ্গে মানিয়ে নিয়েছিল। সে একজন কিংবদন্তি এবং আমাদের সেরা বোলারও। তাকে ছাড়া দল গঠন কথা চিন্তা করা খুবই কঠিন।’
তবে আজমল না থাকলেও বিশ্বকাপের আশা ছাড়ছেন না মুশতাক। তিনি আরো বলেন, ‘৯২’র বিশ্বকাপে পিঠের ইনজুরির কারণে আমাদের অন্যতম পেসার ওয়াকার ইউনুস খেলতে পারেনি। তবে আমরা বিশ্বকাপ জিতেছি। আশাকরি দলের অন্য সবাই নিজেদের সেরাটা দিতে পারলে এবারও ভালো কিছু করতে পারবো আমরা।
উল্লেখ্য, বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক তালিকায় আজমলেকে রাখা হলেও পরে তিনি নিজের নাম সরিয়ে নেন।
এদিকে পাকিস্তান দলের আরেক কার্যকরী স্পিনার মোহাম্মদ হাফিজও বিশ্বকাপে বোলিং করতে পারবেন না। গত বছর নভেম্বরে এ অলরাউন্ডার বোলিং থেকে নিষেধাজ্ঞা পান।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব