টেস্ট কিংবা ওয়ানডে হোক আন্তর্জাতিক ক্রিকেটে স্লেজিং বিষয়টি যেন দিন দিন কমার চেয়ে বরং বেড়েই চলেছে। বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই। তাই স্লেজিংয়ের বিষয়টি ভাবিয়ে তুলেছে আইসিসিকেও।
আসন্ন বিশ্বকাপ যাতে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই কড়া ভাষায় বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে। বার্তায় বলা হয়েছে যে, বিশ্বকাপ চলাকালীন মাঠের মধ্যে ক্রিকেটারদের কোনো রকম অসভ্য আচরণ বরদাস্ত করবে না আইসিসি।
এদিকে, ম্যাচ অফিসিয়ালদের স্পষ্ট বলে দেয়া হয়েছে, বিশ্বকাপে ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার শৃঙ্খলা ভাঙলেই তার বিরুদ্ধে যেন দ্রুত কড়া পদক্ষেপ নেয়া হয়।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব