ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো ফুটবল ছেড়েছেন চার বছর হয়ে গেল। শেষ ম্যাচটা তিনি খেলেছিলেন নেইমারদের সঙ্গেই। এরপর ব্রাজিল বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছেন রোনাল্ডো। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্ব কাপজয়ী ব্রাজিলের সদস্য ছিলেন তিনি। ফুটবলার রোনাল্ডোর অর্জনগুলো ভক্তদের মনে থাকলেও তার ফুটবলীয় কারিশমার কথা অনেকেই ভুলে গেছে। নতুন প্রজন্মের কাছে রোনাল্ডোর ফুটবল শৈলী গল্পের মতোই মনে হয়। তবে সুখবর হচ্ছে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো ফুটবলে ফিরে আসছেন। মার্কিন ক্লাব ফোর্ট লডেরডেয়াল স্ট্রাইকারসের হয়ে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন রোনাল্ডো। স্পোর্টস ইলাস্ট্রেটেডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি কয়েকটা ম্যাচ খেলার চেষ্টা করব।' তবে মাঠে ফেরার জন্য রোনাল্ডো নতুন করে ট্রেনিং নেওয়ার ঘোষণা দিয়েছেন। কারণ, গত তিন বছরে রোনাল্ডো ফুটবলের সঙ্গে কোনো সম্পর্কই রাখেননি বলতে গেলে। সেই রোনাল্ডো ফুটবলে ফিরে আসবেন। আমেরিকান সকার লিগের দ্বিতীয় বিভাগে খেলবেন তিনি। ব্রাজিলিয়ান এ কিংবদন্তি তিনবার ফিফার বর্ষসেরা হয়েছেন। জয় করেছেন দুটি বিশ্বকাপ। বিশ্বকাপে সেরা তারকার পুরস্কার জয় করেছেন। জয় করেছেন ক্লাব ফুটবলের অসংখ্য শিরোপা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন। ব্রাজিলের জার্সিতে ৯৮ ম্যাচ খেলে গোল করেছেন ৬২টি। অসংখ্য রেকর্ডধারী রোনাল্ডো আবারও ফুটবল আঙ্গিনায় তার ম্যাজিক দেখাতে বুট পায়ে দিচ্ছেন। দেখা যাক, ফুটবল ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে ৩৮ বছরের রোনাল্ডো সত্যিই কোনো ম্যাজিক দেখাতে পারেন কি না!